রাজধানীর ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস।
রোববার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ১০ হাজার টাকার বন্ডে তাকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।
এদিন বোরকা পড়ে আদালতে আসেন অপু বিশ্বাস। এবিষয়ে অপু বিশ্বাস বলেন, আদালতপাড়ায় এমনিতে সব সময় অনেক মানুষ থাকেন। তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন, তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এতে বিশৃঙ্খল পরিবেশও তৈরি হয়।
তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরকা পরেই আদালতে যাই। বোরকা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেননি। তবে কিছুক্ষণ পর টের পান। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায়। আমি আসলে নিজেও চাইছিলাম না, এই বিষয়ে কোনো কথা বলি। আমার আইনজীবী আছেন, তিনি এ বিষয়ে সব তথ্য সবাইকে দিয়েছেন।
এর আগে গত ২ জুন এ মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশরীর হাজির হয়ে জামিননামা দাখিল করেন। এরপর আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।