× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে বুবলী

বিনোদন ডেস্ক।

১৪ জুলাই ২০২৫, ১৯:৩৮ পিএম । আপডেটঃ ১৪ জুলাই ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের পাশাপাশি এবার মিউজিক ভিডিওতেও দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে। ‘ময়না’ শিরোনামের একটি নতুন গানের ভিডিওতে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা তানিম রহমান অংশু। গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন।

গানটি শিগগিরই প্রকাশিত হবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে। দর্শক-শ্রোতার সামনে এক ভিন্নধর্মী আবহে হাজির হবেন বুবলী, এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। ‘ময়না’ গানের মাধ্যমে বুবলী প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন।

তবে শুধু মিউজিক ভিডিও নয়, বুবলীর হাতে রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রও। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ৩টি সিনেমা। এর মধ্যে রয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘সর্দার বাড়ির খেলা’, যেটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। আরেকটি সিনেমা ‘পিনিক’, পরিচালনায় রয়েছেন জাহিদ জুয়েল। তৃতীয় সিনেমাটি হলো ‘শাপলা শালুক’, যার পরিচালনায় রয়েছেন রাশেদা আক্তার।

প্রতিটি সিনেমাই ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে বুবলীকে উপস্থাপন করবে। ফলে বড় পর্দা এবং ছোট পর্দা উভয় জায়গাতেই দর্শকের সামনে বুবলীকে দেখা যাবে নতুনরূপে। ‘ময়না’ গানটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।

চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে মিউজিক ভিডিও বুবলীর এই ভিন্নধর্মী পদক্ষেপ তাকে আরও কাছের করে তুলবে ভক্তদের সঙ্গে, এমনটাই প্রত্যাশা বিনোদন অঙ্গনের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.