× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাজের সময় নিজেকে উজাড় করে দিই : শুভশ্রী

বিনোদন ডেস্ক।

১৬ জুলাই ২০২৫, ১৭:০২ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, চরিত্রে সম্পূর্ণভাবে ডুবে গিয়ে অভিনয় করতে ভালোবাসেন এবং এজন্য কখনোই কৃত্রিম উপায়ে চোখের জল ফেলতে হয় না।

শুভশ্রী বলেন, ‘আমি প্রচণ্ড আবেগপ্রবণ। যা করি অন্তর থেকে করি, নিজেকে উজাড় করে দিই অভিনীত চরিত্রে।

তার কথায়, ‘আজ পর্যন্ত কান্নার দৃশ্যে কোনো দিন গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। নিজে থেকেই চোখে জল এসে যায়।

তার এমন সাবলীল অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন পরিচালকেরাও। শুভশ্রী বলেন, “এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

প্রত্যেকটি চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করি। এই প্রচেষ্টা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতেও জারি থাকবে।

এদিকে, নতুন ছবি ‘গিরিশ ঘোষ’-এর শুটিংয়ে সম্প্রতি জগন্নাথ ধামে দেখা গেছে শুভশ্রীকে। জরিপাড় সবুজ বালুচরি শাড়ি, পুরনো আমলের গয়না এবং সাবেকি চুলের ছাদে তাকে ‘বিনোদিনী’ রূপে দেখা গেছে।

বড়সড় বিনুনি, বাহারি খোঁপা এবং সোনালি কাঁটা দিয়ে সেজে উঠেছিলেন তিনি। হাতে ছিল বাহারি বটুয়া। ‘গিরিশ ঘোষ’ চরিত্রে অভিনেতা ব্রাত্য বসুর সঙ্গে ‘বিনোদিনী’ শুভশ্রী জগন্নাথের মন্দিরে বেড়াতে আসার দৃশ্যের শুটিং করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.