ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে নিয়ে একের পর এক পোস্ট, ছবি ও সেলফি শেয়ার করায় নানা প্রশ্ন উঠেছে নেটিজেনদের মাঝে। কিছুদিন আগে এক ফ্লাইটে শাকিব খানের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেন মিষ্টি জান্নাত, যার ক্যাপশনে ছিল ‘লাভ লাভ’। এরপরই শুরু হয় গুঞ্জন—এই দুজনের সম্পর্ক কী? নেটপাড়ায় শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ এটিকে অভিনেত্রীর ‘স্টান্টবাজি’ বলেও মন্তব্য করেন।
সম্প্রতি শাকিব খানের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে মিষ্টি লেখেন, “ভালো থাকবেন, প্রথম আমি।” এই মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দেয়—শাকিবের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি কী? এই প্রসঙ্গে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। শাকিব খানের সঙ্গে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন। সে তো সাংবাদিকদের সামনে আসে, প্রেস মিট করে। তাহলে তাকে প্রশ্ন করছেন না কেন?
তিনি আরও জানান, মিডিয়ার অতিরিক্ত ক্যাপশন ও ভুল ব্যাখ্যা তাকে বিব্রত করে। মিষ্টির ভাষায়, একটা কথা বললেই সেটা অন্যভাবে উপস্থাপন করা হয়। আমি বেশি কথা বলতে চাই না, শুধু চাই কম কথা হোক, কম ক্যাপশন হোক। তবে শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের সময় অনেকেই সন্দেহ করেছিলেন যে, হয়তো মিষ্টিই সেই পাত্রী। কারণ, অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসকও। সেই সময় মিষ্টি বলেছিলেন, হলেও হতে পারে, দেখা যাক। এবারও যখন একই প্রশ্ন করা হয়, তখনও তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “এই জায়গাটা পরিস্কার করতে পারছি না। তাহলে তো আর সাসপেন্স থাকবে না। একজন শিল্পীর জীবনে কিছু সাসপেন্স থাকা দরকার।”
শেষে শাকিব প্রসঙ্গে মিষ্টি বলেন, আমি যাই বলি, সেটা নিয়ে নানা ব্যাখ্যা চলে আসে। বললে বলে রিকোয়েস্ট করে বলেছি, না বললে বলে লুকোচ্ছি। তাই এই বিষয়টা আর আলোচনা করতে চাই না।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। বর্তমানে তিনি চলচ্চিত্রের পাশাপাশি ব্যবসা এবং চিকিৎসা পেশায়ও যুক্ত রয়েছেন। অন্যদিকে শাকিব খান ব্যস্ত তার সিনেমা আর দুই সন্তান নিয়ে। বিয়ে-প্রেম এসব থেকে দূরে থেকে অভিনয় আর সিনেমা নিয়েই ব্যস্ত ঢাকাই সিনেমার নায়ক।