× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমার জীবনে ভুল বলে কিছু নেই : জয়া আহসান

বিনোদন ডেস্ক।

২০ জুলাই ২০২৫, ১৪:০৮ পিএম । আপডেটঃ ২০ জুলাই ২০২৫, ১৪:১৫ পিএম

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সাহসী অভিনয়, বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও চরিত্র নির্বাচনের অভিনবতায় তিনি বারবার দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলা চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক বক্তব্যের কারণে আবারও আলোচনায় এসেছেন এই সুন্দরী।

সম্প্রতি এক পডকাস্টে জয়া বলেন, পৃথিবীতে বেশিরভাগ মানুষ অতীতের অনেক অভিজ্ঞতাকে ভুল মনে করেন। তবে আমার জীবনে যেসব ভুল, বা আপাতদৃষ্টিতে যেগুলো ভুল বলে মনে হচ্ছে, ওগুলো আসলে ভুল না। আমার জীবনে ভুল বলে কিছু নেই।

তিনি আরও বলেন, ‘আমার চারটি পোষ্য আছে, ওরা আমার কাছে চারটি বাচ্চা। ওদের আমি মা। আমার মাতৃত্ব ওদের সাথে। আর মাটির সাথে। ওরা জীবন থেকে নেগেটিভিটি শুষে নেয়। আমার যে চারটি বাচ্চা আছে ওরা আমাকে খারাপ থাকতেই দেয় না।’

চারটি পোষ্যের চারটি আলাদা নামও দিয়েছেন জয়া আহসান। জয়া বলেন, ‘বড় জনের নাম ক্লিওপেট্রা, তারপরে রিও, তারপরে নিমকি আর জিমি।’

গত ১৮ জুলাই মুক্তি পায় জয়া অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। ছবিটি পরিচালনা করেছেন, অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়ার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামনসহ আরও অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.