× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিচালক স্বামীর বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ, চাইলেন বিচার

বিনোদন ডেস্ক।

২৪ জুলাই ২০২৫, ১৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত

জনপ্রিয় নাট্য অভিনেত্রী মানসী প্রকৃতি আবারও আলোচনায়। তবে এবার ব্যক্তিজীবনের চরম এক দুঃসময়কে ঘিরে আলোচনায় এলেন ‘বেক্কল বউ’ নাটকের এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি তার স্বামী নির্মাতা আদিবাসী মিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

মানসী লিখেছেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে একজন সন্তানের বাবাও হওয়ার যোগ্য নয়। একজন প্রেগনেন্ট স্ত্রীকে একা ঘরে রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খায়। এটা কোন ধরনের মানুষ।’

তিনি আরও লেখেন, ‘ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। এই কথাটাই আবারও প্রমাণ করলি তুই। আল্লাহ, তুমি এর বিচার অবশ্যই করো।’

এই পোস্টের পর আরেকটি ভিডিও প্রকাশ করে মানসী জানান, তার স্বামী আদিবাসী মিজান মানসীর ইনবক্সে লেখেন, ‘তুমি অনুমতি দিলে। আবারও লিখলা ছি।’ এর উত্তরে মানসী বলেন, ‘আমি তোমাকে কোনো অনুমতি দেইনি। তুমি চেয়েছিলে, আমি চুপ ছিলাম। ভাবছিলাম হয়তো বলছো আমার রিয়্যাকশন দেখার জন্য।”

পরে কথোপকথনের একপর্যায়ে নির্মাতা মিজান মানসীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ। তুমি একটা মিথ্যুক।’

এই কথোপকথনের কিছুক্ষণ পরেই মানসী তার ফেসবুকে আরেকটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা... (শব্দটি প্রকাশযোগ্য নয়)... দিন শেষে যদি ভালো স্বামী আর সংসার পায়, সে বদলে যায়। আমি শুধু সম্মান নিয়ে শান্তিপূর্ণ একটা সংসার চেয়েছিলাম।’

পোস্টের একপর্যায়ে মানসী জানান, বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ। তিনি লেখেন, ‘আমার বা আমার অনাগত সন্তানের যদি কিছু হয়, তার সম্পূর্ণ দায়ভার আমি আমার স্বামী আদিবাসী মিজানের ওপর দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কাছে ও আপনাদের কাছে বিচার চেয়ে গেলাম। ও যেন কোনোদিন ক্ষমা না পায়।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে মানসী তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.