× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রযোজক চাইলে একসঙ্গে কাজ করব: জিৎ ও ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক।

২৬ জুলাই ২০২৫, ১৩:৫৬ পিএম । আপডেটঃ ২৬ জুলাই ২০২৫, ১৩:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

একই ফ্রেমে ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা জিৎ ও ঋতুপর্ণা! স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে দর্শকদের মনে জেগেছে প্রশ্ন- তবে কি ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি?

এমন প্রশ্নের জবাব ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন অভিনেতা জিৎ। হেসেই বলেন,‘ আমায় দেখে কী মনে হচ্ছে? এখন তো শুধু অনুষ্ঠানে এলাম, ভবিষ্যতে হয়তো একসঙ্গেই পর্দায় দেখা যাবে।’

সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলেন, ‘অবশ্যই! প্রযোজক চাইলে আবার একসঙ্গে কাজ করব।’

প্রসঙ্গত, চলতি জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। ছবির রেশ এখনও কাটেনি, তার মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে নতুন অভিযান- ভারতের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এই রহস্যে ঘেরা সিনেমা। প্রযোজনা সংস্থা ইতোমধ্যেই ঘোষণা করেছে, আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’! আর সেই ছবির মুখ আবারও ঋতুপর্ণা। তবে এবার একেবারে নতুন গল্প, আগের ছবির রহস্যের সঙ্গে কোনো সংযোগ নেই বলেই ইঙ্গিত নির্মাতাদের।

অন্যদিকে, জিৎ প্রথমবার বায়োপিকে! পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-  এই ছবিতে অনন্ত সিং-এর চরিত্রে দেখা যাবে তাকে। অক্টোবর থেকে শুরু হতে চলেছে শুটিং। গুঞ্জন এমনই যে, এই ছবিতেই জিৎ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন ঋতুপর্ণা! যদিও নির্মাতারা এ নিইয়ে কোনো মুখ খোলেননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.