× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুকে শাবনূরের সর্তকবাণী

বিনোদন ডেস্ক।

২৬ জুলাই ২০২৫, ১৫:৫২ পিএম

ছবি: সংগৃহীত

একটি প্রতারক চক্র ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনূর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে। বিষয়টি গতকাল (২৫ জুলাই) সকালে শাবনূরের নজরে আসে। শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন শাবনূরকে সেই ফেসবুক পেজ সম্পর্কে অবহিত করলে তিনি নিশ্চিত হন ফেরিফায়েড শাবনূর আসল নয়।

কিন্তু সেই নকল ভেরিফায়েড ফেসবুকে যেসব তথ্য দেওয়া আছে, তা আসল শাবনূরের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন একসময়ের দর্শকপ্রিয় নায়িকা শাবনূর। তিনি গণমাধ্যমকে জানালেন, একটি প্রতারক চক্র এর সঙ্গে জড়িত রয়েছে। এ বিষয়ে আগে তিনি কিছু জানতেন না।
শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখান থেকে তিনি গণমাধ্যমকে বললেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। 

এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি।

শাবনূর উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন মনে হচ্ছে, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো। যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তোবা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।

এখন কী করবেন এমনটা জানতে চাইলে শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগকেও জানাবেন। তিনি আরও বলেন, আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শাবনূর অনুরোধ জানিয়ে বলেন, ‘এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.