মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ এবার রূপ নিচ্ছে রুপালি পর্দায়। উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন কলকাতার খ্যাতনামা পরিচালক সুমন মুখার্জি। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে।
এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘কুসুম’-এর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। কুসুম এক রহস্যময়, জীবনীশক্তিতে পরিপূর্ণ নারী, যার চরিত্র নির্মাতা বলছেন “অদম্য ও সময়কে অতিক্রম করে যাওয়া এক সত্তা।”
সিনেমার শুটিং শেষ হয়েছিল অনেক আগেই, তবে নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল মুক্তির প্রক্রিয়া। সময় পেরিয়ে গেলেও পরিচালক মনে করেন, এই উপন্যাস ও সিনেমার বিষয়বস্তু এখনো প্রাসঙ্গিক। তার ভাষায়, “যেমন ‘কুসুম’ চরিত্রটি সময়ের সীমানা ছাড়িয়ে যায়, তেমনই জয়া আহসানকেও সেই চরিত্রের সঙ্গে আলাদা করে দেখা যায় না।”
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ‘পুতুলনাচের ইতিকথা’র ট্রেইলার প্রকাশ করা হয়। সেখানে পরিচালক স্মরণ করান মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সংলাপ: “শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?” এই সংলাপ নিয়েই শুরু হয় আলোচনার ঢেউ। অভিনেত্রী জয়া আহসান ব্যাখ্যা দেন এভাবে “মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার কাছে মন ও শরীর উভয়ই সমান গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, কুসুমের কাছেও তাই।”
সিনেমার নায়ক শশী চরিত্রে রয়েছেন আবির চ্যাটার্জি। এর আগেও ‘বিসর্জন’ সিনেমায় জয়া-আবির জুটি দর্শকের মন জয় করেছিল। ‘পুতুলনাচের ইতিকথা’-তেও দেখা যাবে জয়ার সেই চেনা রূপ তাঁতের লাল পাড়ের ডুরে শাড়ি, সিঁথিতে ধেবড়ে যাওয়া সিঁদুর, আর আবিরের সংযত অভিনয় তার বিপরীতে।
জয়া বলেন, “ভারতীয় নির্মাতারা আমাকে সিনেমায় ডেকে ভালোবাসা দেখান আমি কৃতজ্ঞ। তবে এখনই শশী-কুসুমের সম্পর্ক নিয়ে সব কিছু খুলে বলব না। সেটা দর্শক ১ আগস্ট প্রেক্ষাগৃহে দেখুক।”
এই সিনেমা কেবল উপন্যাস অবলম্বনে একটি চিত্রনাট্য নয় সময়ের স্রোতে বয়ে চলা এক মানবিক গল্প, যেখানে মন, শরীর আর সম্পর্কের টানাপড়েন একাকার হয়ে যায়।