এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে হঠাৎ করেই মুখের সব মেকআপ মুছে ফেলতে শুরু করি। তখনই অদ্ভুত এক সিদ্ধান্ত নিই,-দুই ভ্রু কামিয়ে ফেলি, এমনকি চোখের আটটি পাতা উপড়ে ফেলি।’
ঘটনার পর অনীতের মা যখন বাসায় ফিরলেন, অবাক হয়ে বললেন, ‘এবার তুমি স্কুলে যাবে কীভাবে?’ তখন চিন্তায় পড়ে যান অনীতও।
তবে অভিনেত্রীর মতে, ‘হয়তো আমি তখনই বুঝে গিয়েছিলাম, এটা একটা নতুন যুগের সূচনা। আজকাল তো অনেকেই ভ্রু কামিয়ে ফেলছেন- সেই সময় হয়তো আমি নিজেও কোনো নতুন কিছু করতে চেয়েছিলাম।’
বলিউডে আাত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ একটি সিরিজে কাজ করেন অভিনেত্রী।
উল্লেখ্য, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১৮ জুলাই। বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি ৫ বছরের বিরতি ভেঙে দর্শকদের উপহার দেন এ সিনেমা। মাত্র ৪৫ কোটির বাজেটে নির্মাণ করা হয়েছে ‘সাইয়ারা’।