× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সাইয়ারা’র নায়িকা একসময় নিজেই উপড়ে ফেলেছিলেন নিজের ভ্রু!

বিনোদন ডেস্ক।

২৭ জুলাই ২০২৫, ১৪:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে হঠাৎ করেই মুখের সব মেকআপ মুছে ফেলতে শুরু করি। তখনই অদ্ভুত এক সিদ্ধান্ত নিই,-দুই ভ্রু কামিয়ে ফেলি, এমনকি চোখের আটটি পাতা উপড়ে ফেলি।’

ঘটনার পর অনীতের মা যখন বাসায় ফিরলেন, অবাক হয়ে বললেন, ‘এবার তুমি স্কুলে যাবে কীভাবে?’ তখন চিন্তায় পড়ে যান অনীতও।

তবে অভিনেত্রীর মতে, ‘হয়তো আমি তখনই বুঝে গিয়েছিলাম, এটা একটা নতুন যুগের সূচনা। আজকাল তো অনেকেই ভ্রু কামিয়ে ফেলছেন- সেই সময় হয়তো আমি নিজেও কোনো নতুন কিছু করতে চেয়েছিলাম।’

বলিউডে আাত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ একটি সিরিজে কাজ করেন অভিনেত্রী।

উল্লেখ্য, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১৮ জুলাই। বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি ৫ বছরের বিরতি ভেঙে দর্শকদের উপহার দেন এ সিনেমা। মাত্র ৪৫ কোটির বাজেটে নির্মাণ করা হয়েছে ‘সাইয়ারা’।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.