× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবার কথা শুনলে, জীবন অন্য রকম হতো: সালমান খান

বিনোদন ডেস্ক।

২৭ জুলাই ২০২৫, ১৬:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ এক আবেগঘন পোস্টে নিজের অনুশোচনার কথা জানিয়েছেন। বাবা সেলিম খানের একটি উপদেশ প্রসঙ্গে তিনি লিখেছেন, সেই কথাগুলো আগে শুনলে নাকি তার জীবনটা অন্যরকম হতে পারত। 

অভিনেতার এমন পোস্ট দেখে বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। বাবার কোন কথা তিনি অমান্য করেছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

শুক্রবার নিজের একটি ছবি শেয়ার করে সালমান খান পোস্টে লিখেছেন, ‘বর্তমান কখনও তোমার অতীত হয়ে ওঠে, অতীত তোমার ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায় কখনও কখনও। বর্তমান উপহার, এটিকে সঠিক ভাবে ব্যবহার করো।’ 

‘বর্তমানে কোনো ভুল করো না। বারবার করা ভুল অভ্যাসে পরিণত হয়। কাউকে দোষারোপ করো না। কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি করতেই চাও না।’

এই লেখার সূত্র ধরেই সালমান তার বাবা সেলিম খানের প্রসঙ্গ টানেন। তার কথায়, ‘আমার বাবা (সেলিম খান) আমাকে এই কথাগুলো বলেছেন এবং এগুলো খুবই সত্য। আমি যদি এটা আরও আগে শুনতাম, তবে জীবন অন্যরকম হতো। যদিও এখন খুব বেশি দেরি হয়ে যায়নি।’

সালমানের এই পোস্ট দেখে তার অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, বাবার কোন উপদেশ তিনি অমান্য করেছেন। যে কারণে এখন তার মন খারাপ? যদিও অভিনেতা নিজে এর কোনো ব্যাখ্যা দেননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.