× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের সিনেমায় এক ঝলক শেখ হাসিনা

বিনোদন ডেস্ক।

২৯ জুলাই ২০২৫, ২১:০২ পিএম

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’। এতে কলকাতার পাশাপাশি আছে বাংলাদেশের গল্প। মুক্তিকে সামনে রেখে প্রকাশ হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। এতে এক ঝলক দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তার অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে সেটাই বোঝা যাচ্ছে।

যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ প্রডাকশন হাউস। ‘রক্তবীজ ২’ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চমক হিসেবেই রাখতে চান নির্মাতারা। তবে কিছুটা খোলাসা করেছেন সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যকার জিনিয়া সেন।

তিনি জানিয়েছেন, এতে সীমা বিশ্বাস অভিনীত চরিত্রটিকে দেখানো হয়েছে একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’ সিনেমার প্রথম ভাগ। তাতে ২০১৪ সালের বর্ধমান বিস্ফোরণের ঘটনা দেখানো হয়েছিল। বাংলাদেশের একটি জঙ্গী গোষ্ঠী ওই হামলায় জড়িত ছিল বলে জানানো হয়েছিল। ‘রক্তবীজ ২’তেও আছে জঙ্গীবাদ ইস্যু। আর সে ইস্যুতেই টানা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সিনেমার পোস্টার, ফার্স্ট লুক আর মোশন পোস্টারেও ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি জ্বলজ্বল করছে বাংলাদেশের মানচিত্র।

‘রক্তবীজ ২’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, আবীর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, কাঞ্চন মল্লিকসহ অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.