× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্যাটরিনার মা হওয়ার জল্পনা বাড়ল

বিনোদন ডেস্ক।

৩১ জুলাই ২০২৫, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

মার্চ মাসে শেষবারের মতো একসঙ্গে দেখা যায় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে। এক বিয়ের প্রীতিভোজে হাজির হতে দেখা যায় তাদের। সে সময় ক্যাটরিনার হাতে ভিকির নামের একটি উল্কিও নজর কাড়ে অনুরাগীদের। এরপর কেটে গেছে তিন মাসেরও বেশি সময়। অবশেষে ফের একসঙ্গে প্রকাশ্যে এলেন ভিকি ও ক্যাটরিনা, সঙ্গে উস্কে উঠেছে নায়িকার মা হওয়ার গুঞ্জন। 

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। ভিকির পরনে সাদা শার্ট আর নীল ডেনিম, আর ক্যাটরিনার গায়ে ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট। এই পোশাকেই যেন অনুরাগীদের চোখে ধরা পড়েছে নতুন ইঙ্গিত। অনেকে বলে বসেন, ক্যাটরিনা নাকি ইচ্ছাকৃতভাবে নিজের বেবিবাম্প আড়াল করছেন। পাশাপাশি ক্যাটরিনার হাঁটার গতি ছিল বেশ ধীর— যা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এর ফলে নায়িকার মা হওয়ার জল্পনা যেন আরও জোরাল হয়ে উঠল।

২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা। চার বছরের দাম্পত্যে এর আগেও বহুবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। গত বছর আম্বানি পরিবারের অনুষ্ঠানে তার হাঁটাচলা ও পোশাক নিয়েও এমন আলোচনা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ক্যামেরা ও লাইমলাইট থেকে অনেকটাই দূরে রয়েছেন ক্যাটরিনা। হাতে নেই নতুন কোনো সিনেমার খবরও। তবে আপাতত নায়িকার ঘরে নতুন সদস্য আসার সুখবর শোনার অপেক্ষায় আছেন যে ভক্তরা, তা বলার বাকি রাখে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.