× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিষাক্ত সম্পর্কে পুরুষও থাকেন : ফাতিমা

বিনোদন ডেস্ক।

৩১ জুলাই ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বলিউডের সাহসী কণ্ঠ ফাতিমা সানা শেখ ফের আলোচনার কেন্দ্রে। এবার লিঙ্গ সমতা নিয়ে সামাজিক বাস্তবতার এক নতুন দিক উন্মোচন করে নেটদুনিয়ায় তুলেছেন ঝড়। তার মতে, সমাজে শুধু নারীরাই নন, বহু পুরুষও প্রতিনিয়ত ভুগছেন পুরুষতন্ত্রের চাপ ও নিষ্ঠুরতার শিকার হয়ে।

ফাতিমার এই স্পষ্ট উচ্চারণে রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ তাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আবার কেউ তার দিকে প্রশ্ন তুলছেন পুরোনো বিশ্বাসে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পুরুষতান্ত্রিক মানসিকতা বিষয়ে তিনি বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন।

ছবির গল্প ঘিরে সম্পর্কে দুজনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারীসত্তা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলোর জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.