× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বামীর পরকীয়া নিয়ে লাইভে এসে কাঁদলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক।

০৩ আগস্ট ২০২৫, ১৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ওপার বাংলার টেলি পর্দার অতি পরিচিত মুখ রিয়া গাঙ্গুলি; তিনি বিয়ে করেন পরিচালক অরিন্দম চক্রবর্তীকে। প্রথমে সবকিছু ঠিক থাকলেও পরে তাদের সম্পর্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। এক সময় রিয়া জানিয়েছিলেন তিনি অরিন্দমের থেকে বিবাহ বিচ্ছেদ চান। স্বামীর বিরুদ্ধে একাধিক নারী সঙ্গের অভিযোগ তোলেন তিনি।

তবে তারপর মানসিক চাপ সামলে নিজের মতো করে দুইসন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ফের কিছুদিন আগে অরিন্দম প্রসঙ্গে স্যোশাল মিডিয়ায় রিয়ার বিস্ফোরক পোস্ট দেখা যায়। তারপর লাইভে এসেও নানা অভিযোগ করেন নায়িকা।

আর তার সেই লাইভের পরিপ্রেক্ষিতে রিয়ার স্বামী অরিন্দম চক্রবর্তীও একটি লাইভ করেন। সেখানে তিনি রিয়াকে চ্যালেঞ্জ করেন যে যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে লিভ ইন করছেন, তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন! তাছাড়াও রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।

সেসব নিয়েই এবার লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথা বললেন রিয়া। অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্ত ভাবে, ঠান্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে পথচলা শুরু করেছিলাম। তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটা এখন নেই।’

এছাড়াও রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্য প্রমাণ তুলে ধরেন ওই লাইভের মাধ্যমেই। তাছাড়াও বারবার লাইভে কাঁদতে দেখা যায় নায়িকাকে। আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা এইসব বলতে বলতে।

রিয়া বলেন, ‘সে লাইভে এসে বলেছে, পরকীয়া যে কেউ করতে পারে। কিন্তু সেটা যেন অন্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ যেন না হয়, এর প্রভাব তো আমার শিশুদের ওপর পড়ছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.