× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমি এখন প্রেমে নেই, সিঙ্গেল আছি : তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক।

০৪ আগস্ট ২০২৫, ১৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। টেলিভিশন নাটক কিংবা ইউটিউব– প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতে ছোট পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।

অভিনয়ে যেমন দর্শকহৃদয় জয় করেছেন, তেমনি তানিয়া বৃষ্টির ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়।

তানিয়া বৃষ্টিকে নিয়ে আলোচনার শেষ নেই। কখনো শোনা যায়, তিনি চুটিয়ে প্রেম করছেন, ডেটিংয়েও যাচ্ছেন প্রেমিকের সঙ্গে। আবার শোনা যায়, তিনি বিয়ে করে সংসারী হবেন, আর অভিনয় করবেন না।

তবে সব আলোচনার ইতি টেনে নিজেই জানালেন সারকথা।

অভিনেত্রী কালের কণ্ঠকে বলেন, ‘আমি এখন প্রেমে নেই, সিঙ্গেল আছি। আপাতত বিয়ে নিয়ে মাথায় কোনো চিন্তা-ভাবনাও নেই। চার-পাঁচ বছরের আগে বিয়ে করছি না। এখন পুরো মনোযোগ দিয়ে শুধু কাজটা করে যেতে চাই।

তবে এখন অভিনয় ছাড়ছেন না জানিয়ে তানিয়া বৃষ্টি আরো বলেন, ‘আসলে আমি এখন অভিনয় ছাড়ছি না। কথা প্রসঙ্গে বলেছিলাম যে বিয়ের পর হয়তো অভিনয় করা হবে না। কারণ তখন আমি সংসারে মনোযোগ দেব। ওই সময়ে একই সঙ্গে দুটো দিক সামলানো হবে না আমার। তাই বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে পারি।

এই কথাটাই হয়তো বারবার ঘুরেফিরে বিভিন্নভাবে সংবাদে আসে, যার কারণে এ রকমটা হয়েছে।’

তানিয়া বৃষ্টির নতুন নাটক ‘জয়িতার দিনরাত্রি’ আজ প্রচারিত হবে। বিকেল ৩টায় এনটিভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে। আওরঙ্গজেবের রচনায় ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.