× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত : পরীমনি

বিনোদন ডেস্ক।

০৪ আগস্ট ২০২৫, ১৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

নেটিজেনদের অহেতুক চর্চা নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পরীমনি। এক ফেসবুক পোস্টে  অতিউৎসাহী লোকদের নিয়ে তিনি নিজের জমিয়ে রাখা কথা বললেন। মূলত তার দত্তক মেয়েকে নিয়ে নেটিজেনদের মাথা ব্যথার কারণে এই পোস্ট করেছেন। 

পরীমনি বলেন, ‘আমাদের সবার জীবনের আনাচে-কানাচে অতিউৎসাহী লোকদের অভাব নেই।

তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে। মনে রাখবেন, আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি, তাদেরও ব্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই।

ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা ক্ষোভের সঙ্গে ফেসবুকে বলেন, ‘ঘরের মধ্যে আমি চুলে একগাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি।

বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি (শারীরিক অসুস্থতা বা শুটিংয়ে না থাকলে) বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে আসলোই মাত্র তিন বছর হতে যাচ্ছে। কিন্তু এর আগে আমার নানা ভাইয়ের রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম।

পরীমনি বলেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন।

কিন্তু কি অদ্ভুত ব্যাপার, পাবলিক ফিগার বলে পইপই করে জীবনের সব কিছু জানাতে হবে আজকে আমার, নেন জানেন। কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমতো পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর।

তিনি আরো লিখেছেন, কই সেই দত্তক মেয়ে! এ রকম নানা ধরনের কথা আর কী। ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে।

কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না। আমি এটাও খেয়াল করেছি, আমার মেয়ের ছবি/ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায় ব্যাস। দত্তক শব্দটা দিয়ে একটা ক্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালোমতো বুঝে নেন এখন থেকে।

শেষে পরীমনি বলেন, আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দেব, না ইচ্ছে হলে দেব না। এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন আরামছে। এই কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না আর। আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী, অনুসারীদের প্রতি আমার কৃতজ্ঞতা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.