প্রায় এক দশক পর ফের একসঙ্গে হাজির হলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বহু প্রতীক্ষার পর তাদের শেষ কাজ ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেতে চলেছে। আর সেই উপলক্ষে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ছবির বিশেষ প্রচার ও ঝলক মুক্তির অনুষ্ঠান, যেখানে হাজির ছিলেন দেব-শুভশ্রী জুটি ও তাদের শত শত অনুরাগী।
সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে উপচে পড়া ভিড়। প্রেক্ষাগৃহের দরজা খুলতেই মুহূর্তে ভরে ওঠে দর্শকে। যদিও দেব ও শুভশ্রী আলাদাভাবে প্রবেশ করেন, তবে মঞ্চে তারা হাজির হন একসঙ্গে—যা দেখে উত্তেজনায় ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম। চারিদিকে শুধুই চিৎকার, হাততালি আর ক্যামেরার ঝলক।
অনুষ্ঠানে গান, খুনসুটি, স্মৃতি রোমন্থনের পাশাপাশি ‘ধূমকেতু’ নিয়ে হয় নানা আলোচনা। ঠিক তখনই ছবির অন্যতম প্রযোজক রানা সরকার দর্শকের সারি থেকে চিৎকার করে দেবকে প্রশ্ন করেন—‘বাকি সব থাক, বল তো—‘ধূমকেতু’র পর আবার কবে তোমরা দু’জনে বড়পর্দায় একসঙ্গে ফিরছ?’
প্রশ্ন শুনে হেসে ওঠেন দেব। তারপর গম্ভীর কণ্ঠে জবাব দেন, ‘অবশ্যই আমরা আবার একসঙ্গে কাজ করতে পারি। তবে তার জন্য দরকার উপযুক্ত চিত্রনাট্য, চরিত্রগুলোর মধ্যে আমাদের মতো করে মজা থাকতে হবে। সব কিছু ঠিক থাকলে আমরা আবার ফিরব একসঙ্গে।’
এই কথার মাঝেই পাশে দাঁড়ানো শুভশ্রী বলেন, ‘চলো কৌশিক গাঙ্গুলীকে জিজ্ঞেস করা যাক, কবে আবার দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ছবি করবেন।’
জবাবে দেব মজা করে বলেন, ‘ধুর! কৌশিকদা আমাদের নিয়ে ছবি করবেন নাকি! উনি তো সব ছবি প্রসেনজিৎ, জয়া আহসানদের দিয়েই বানান!’
দেবের এই মন্তব্যে হাসির রোল পড়ে গোটা অডিটোরিয়ামে।
এরপর ‘ধূমকেতু’র ঝলক মুক্তির আগে প্রযোজনা সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানালেন দেব। একে একে ডেকে নিলেন নিজের এবং শুভশ্রীর ব্যক্তিগত টিমের সদস্যদের। নিজের এবং শুভশ্রীর পাশে মঞ্চে ডেকে নিলেন প্রযোজক এবং ছবির অন্যান্য শিল্পীদেরও।
সবাই সেই ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠতেই দেব বলে ওঠেন, ‘ব্যাস! ঠিক আছে। এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!’
নিজের হাতে ফোন তুলে নিয়ে তুলে ফেলেন একটি সেলফি—এক যুগ পরে পূর্ণ হলো বহু প্রত্যাশিত এক মুহূর্ত।
দর্শকের মতে, এই অনুষ্ঠান শুধু একটি ছবি মুক্তির প্রচার নয়, বরং ছিল একটি জুটির ফিরে আসার আবেগঘন মুহূর্ত। এখন শুধু অপেক্ষা—দেব ও শুভশ্রীর আবারও পর্দায় ফেরার দিনের।