× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশি মডেলকে হোটেলে ডাকা নিয়ে যা বললেন কলকাতার পরিচালক

বিনোদন ডেস্ক।

০৬ আগস্ট ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিক হওয়ার পরও ভারতীয় ভোটার ও আধার কার্ড সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হন মডেল ও অভিনেত্রী শান্তা পাল। এ মডেলের বিষয়ে তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি খুঁজে পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। এবার শান্তা গ্রেপ্তারের পর তার প্রসঙ্গে কথা বললেন কলকাতার পরিচালক ও শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাস।

গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় শান্তাকে। তার পর থেকে পানি কম ঘোলা হয়নি। বুধবার তাকে আদালতে তোলা হয়। ৮ আগস্ট পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।

শান্তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এসব তার কাছে কীভাবে এল, সেগুলো কি আদৌ বৈধ? তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। 

এরইমধ্যে আলোচনায় উঠে এসেছে পুরনো এক অভিযোগের প্রসঙ্গও। এই মডেল নাকি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এ যোগ দিয়েছিলেন।

টলিউডের অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল তার। শান্তা অভিযোগ জানিয়েছিলেন, পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন। হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক।

এ প্রসঙ্গে আনন্দবাজার ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পরিচালক রাজীব জানান, তিনি সদ্য কৃষ্ণনগর থেকে ফিরেছেন। মা-বাবা অসুস্থ।

আনন্দবাজার ডটকমের প্রতিবেদন অনুসারে, শান্তার অভিযোগ প্রসঙ্গে রাজীব বলেন, “আমিও শুনেছি। শান্তা নামের এক মহিলা বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি আমি। আর ওর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।”

সামাজিক মাধ্যমে পরিচালকের নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে। তা নিয়ে আগেও সমস্যা হয়েছিল বলে দাবি করেন রাজীব। বলেন, “এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।”

বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের। কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের। তবে শান্তা পাল গ্রেপ্তারের পর তার সেই পুরনো প্রসঙ্গে আবারও আলোচনায় উঠে এসেছেম যা নিয়ে বিব্রত এ পরিচালক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.