× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমার স্ত্রীকে অন্ধের মতো সাপোর্ট করি: রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক।

০৭ আগস্ট ২০২৫, ১৫:০৪ পিএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৫, ১৫:০৬ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ দশ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধুমকেতু’ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে টলিপাড়ায়। 

গত সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে ছিল সিনেমার ট্রেলার লঞ্চ। ভক্তদের উন্মাদনায় দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চে দেব-শুভশ্রীর খুনসুটি, একসঙ্গে তাদের নাচ সবই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় চলছে 'দেশু' ঝড় (দেব ও শুভশ্রীর নামের সংক্ষিপ্ত রূপ)। তাদের ফের একসঙ্গে পর্দায় ফেরা যেমন চর্চায় এসেছে, তেমনই ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে ঘিরে মিমও। 

তবে দেব-শুভশ্রীর সাবেক সম্পর্ক নিয়ে বর্তমান সঙ্গীরা যে যথেষ্ট পেশাদার এবং উদার মনোভাবাপন্ন, তা ফুটে উঠছে নিজেদের বক্তব্যে। 

সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও দেব-জুটিকে নিয়ে সম্প্রতি রাজ সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। বাংলা যে কোনও ছবিকেই আমি সাপোর্ট করি। কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে অনেক স্টেক জড়িত থাকে।’

ধুমকেতু নিয়ে তিনি আরও বলেন, ‘এই ছবিটা কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রোজেক্ট। উনি বারবার বলতেন—এই ছবিটা মুক্তি পাওয়া দরকার। আমি ছবিটা একটু অন্যভাবে বানিয়েছি। সঙ্গে রয়েছে দেব-শুভশ্রীর জুটি। এখন যেহেতু মানুষ আবার হলে গিয়ে সিনেমা দেখতে উৎসাহী হচ্ছেন, হতে পারে এই ছবিটাই আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করবে।’

শুভশ্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে রাজ বলেন, ‘আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। ওকে এগিয়ে দিই। ভালোবাসি, এটা তো করতেই হবে। তাই এই ছবিটাকেও বেশি করে সাপোর্ট করব।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে রাজ-শুভশ্রীর বিয়ে হয়। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান ইউভান। ২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যা ইয়ালিনি। 

পরিবারে এই ভালোবাসার পরিপূর্ণতা মাঝেমধ্যেই চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়ও। রাজ-শুভশ্রীর একে-অপরকে ‘মাম্মা’ বলে ডাকার অভ্যেসও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে অনুরাগীদের মধ্যে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.