মেহজাবীন চৌধুরী আর তানজিন তিশা-ছোটপর্দার সমসাময়িক দুই অভিনেত্রী। বর্তমানে মেহজাবীন নাটকে অভিনয় কমিয়ে দিলেও কয়েক বছর আগেও এই দুই অভিনেত্রী নাটকে সমানতালে কাজ করেছেন। তখন দুজনই ছিলেন ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী।
ফলে এই দুই নায়িকার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে বলে মনে করেন অনেকেই। দুজনের ভক্তরাও সেটা মনে করেন। কে কার চেয়ে সেরা এই নিয়ে তারা সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন।
শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে শোবিজের চাহিদা, দর্শকপ্রিয়তা, সামাজিক মাধ্যমে অনুসারী, কাজের ইউটিউব ভিউ, দর্শক-সমালোচকের প্রশংসা, পুরস্কার- এসবের উপর ভিত্তি করে।
আর শেষটা নিয়েই ছিল তানজিন তিশার অভিযোগ। তিনি একাধিক সাক্ষাৎকারে নাম না উল্লেখ করে বলেছেন, তার সমসাময়িক এক অভিনেত্রী প্রভাব খাটিয়ে তার অর্জিত দুটি পুরস্কার নিজের ঝুলিতে নিয়ে নিয়েছেন। এমনকি তানজিন তিশা পুরস্কার অনুষ্ঠানে আসলে ওই অভিনেত্রী আসবেন না এমনটাও অভিযোগ করেছেন।
তিশা নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করেন সেই অভিনেত্রী আর কেউ নন, মেহজাবীন চৌধুরী। এইসব অভিযোগ ও মেহজাবীনের নামে গুঞ্জন কানে আসলেও তিনি কখনোই এ নিয়ে মুখ খোলেননি।
এবার রুম্মান রশীদ খানের পডকাস্টের প্রথম পর্বের অতিথি হয়ে এই প্রসঙ্গের মুখোমুখি হন মেহজাবীন। কিন্তু তিনি প্রসঙ্গটি এড়িয়ে না গিয়ে সোজাসাপ্টা জবাব দিয়েছেন।
মেহজাবীন বলেন, ‘আসলে বিষয়টি দুর্ভাগ্যজনক। এমনটা যদি আমার সহকর্মীর সাথে হয়ে থাকে, সেটা আমার সাথেও হতে পারে! তবে আমরা যখন পাবলিক প্ল্যাটফর্মে কোন একটা সত্যকে উপস্থাপন করি সেটা আসলে পুরোপুরি বলা উচিত। তা না হলে এই ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যেমন আমাকে দায়ী করছে অনেকে। এতে করে সহকর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতো থাকলেও ফ্যানদের মধ্যে ঝামেলা তৈরি হয়। তাই আমি বলব তার সঙ্গে যদি আসলেই অন্যায় হয়ে থাকে তাহলে পুরোপুরি ক্লিয়ার করা ভালো। কে তার সঙ্গে এমনটি করেছে, কেন করেছে, কোন অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এটা হয়েছে- পুরোটাই বলা উচিত। এটা তো এক ধরনের দুর্নীতি, তাই না? তাহলে আমরাও হয়ত ওই অ্যাওয়ার্ড শোগুলো অ্যাভয়েড করে যাব।’
উপস্থাপক বলেন, তিশার ওই বক্তব্যের পর সবাই আপনাকে দায়ী মনে করেছে কারণ আপনি সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কারে একসঙ্গে দুটি পুরস্কার পেয়েছেন। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘২০১৯ সালেও আমি দুটি পুরস্কার পেয়েছিলাম, এবারও পেয়েছি। আর এবার তো আমার শাখায় তিশার মনোনয়নই ছিল না। আসলে একটি বক্তব্যকে আজকাল সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘুরিয়ে পেচিয়ে উপস্থাপন করা হয় তাতে যে সব ভক্তরা অতো স্ট্যাডি করে না তারা কিন্তু সত্যিই ভুল বোঝে।’