× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামান্থার জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক।

১০ আগস্ট ২০২৫, ১৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও অনেকই নিজেকে ভালো অবস্থানে নিয়ে এসেছেন। কঠোর পরিশ্রম এবং প্রতিভার সঠিক উপস্থাপনের মাধ্যমেই যে কেউ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তেমনি একজন হলেন ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সামান্থা ১৯৮৭ সালে ভারতের কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করে। সামান্থার আসল নাম যশোদা। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। তার শৈশব কেটেছে চেন্নাইতে, যেখানে তিনি তার স্কুলজীবন শেষ করেছেন।

দ্বাদশ শ্রেণীর পর তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এর ফলে তার উচ্চ শিক্ষার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। শিক্ষার খরচ মেটাতে মডেলিংয়ে একটি খণ্ডকালীন চাকরি শুরু করেন। এই সিদ্ধান্তটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

মডেলিং চলাকালীন, আলোকচিত্রী এবং চলচ্চিত্র পরিচালক রবি বর্মণ সামান্থার প্রতিভা বুঝতে পেরেছিলেন। তিনিই ‘মস্কোভিন কাবেরী’ সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছিলেন বর্তমান সময়ের আলোচিত এই অভিনেত্রীকে।

তবে এই সিনেমার আগে গৌতম মেনন পরিচালিত তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’ মুক্তি পায়। এটি ছিল তামিল ‘ভিন্নাইথান্দি ভারুভায়া’র তেলেগু সংস্করণ। এরপর সামান্থা অভিনীত ‘ধুকুডু’ (২০১১), ‘সীথাম্মা ভাকিটলো সিরিমাল্লে চেট্টু’ (২০১২), ‘আত্তারিন্টিকি দারেদি’ (২০১৩), ‘কাঠ্ঠি’ (২০১৪), ‘থেরি’ (২০১৬), ‘২৪’ (২০১৬),‘মেরসালম’ (২০১২) বক্স অফিসে সফল হয়েছিল।

এই অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে ওটিটি। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মাধ্যমে ২০২১ সালে ওটিটিতে অভিষেক হয় তার। এতে ‘রাজি’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি।

২০১৭ সালে প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। কিন্তু ২০২১ সালেই তাদের বিচ্ছেদ ঘটে। ২০০ কোটি টাকার ভরণপোষণের দাবি ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে, তবে  পরে এসব গুজব বলে উড়িয়ে দেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ রয়েছে সামান্থার। এতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, বর্তমানে তার সম্পদের মূল্য প্রায় ১০১ কোটি টাকা বলে অনুমান করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.