× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ধূমকেতুর’ ঝড়ে টালিউড

বিনোদন ডেস্ক।

১১ আগস্ট ২০২৫, ১৫:০৬ পিএম । আপডেটঃ ১১ আগস্ট ২০২৫, ১৬:১১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার সঙ্গে হিন্দি কোনো ছবি মুক্তি পেলেই সংকটে পড়ে যায় টালিউড। তবে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির আসন্ন সিনেমা ‘ধূমকেতু’ পালটে দিতে চলেছে দৃশ্য। এবার এ তারকা জুটি চমক দেখাতে চলেছেন। 

তাদের ‘ধূমকেতু’ পর্দায় আসার আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় বইছে। গত বৃহস্পতিবার নন্দনে টালিউডের প্রযোজক, পরিচালকরা একজোট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন। সেই ইতিবাচক বৈঠকে খুশি টালিউড। দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তিকে সামনে রেখেই বিশেষ বৈঠকটি করা হয়। 

সেখানে তুলে ধরা হয় প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার শোর গ্রহণযোগ্যতা নিয়ে। ফলে সিদ্ধান্ত হয় হল মালিকদের বাংলা সিনেমা চালানোর বাধ্যতামূলক নির্দেশ।

বহু প্রতীক্ষিত দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ সিনেমা আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে। এর মধ্যেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। এ নিয়ে কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন- ধূমকেতুর অ্যাডভান্স বুকিং যেভাবে বাড়ছে, তা সত্যিই অবিশ্বাস্য।

এদিকে অরিজিৎ দত্তের সেই পোস্টটি আবার দেব শেয়ার করে লিখেছেন- কোনো শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এ জার্নি। সবটাই দর্শকদের চাহিদায়। 

উল্লেখ্য, ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জুটির। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা। 

একটা সময় দেব-শুভশ্রীর রসায়ন বিচ্ছেদে রূপ নেয়। এরপর দুজন দুদিকে মোড় নেয়। আটকা পড়ে সিনেমা ‘ধূমকেতু’। দীর্ঘ বিরতির পর সিদ্ধান্তে আসে সেই সিনেমা মুক্তির। তারই প্রভাব পড়েছে ‘ধূমকেতু’ সিনেমায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.