টলিপাড়ায় বিয়ের গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়লেও এ বছর বিয়ের পিঁড়িতে বসছেন না ঋতাভরী চক্রবর্তী। বলিউডের খ্যাতনামী চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ পরে রান্নাঘরে ডাল- বড়ি রাঁধতে দেখা গেছে তাঁকে। এই দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, হবু কনে হয়তো বিয়ের আগে ঘরোয়া প্রস্তুতিতেই ব্যস্ত।
ঋতাভরী হাসিমুখে স্পষ্ট জানিয়ে দিলেন, রান্না ও বিয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। ছোট থেকেই আত্মনির্ভর এই অভিনেত্রী জানান, বাড়ি, গাড়ি থেকে বিলাসী জীবন সবকিছুই নিজের চেষ্টায় অর্জন করেছেন তিনি। শ্বশুরবাড়ি গিয়ে শুধুই রান্নাবান্নায় ব্যস্ত থাকার কোনও পরিকল্পনাও তাঁর নেই।
তিনি বলেন, জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক দেখে, নিজেকে গুছিয়ে তারপরেই বিয়ে করবেন। মা-বাবার বিচ্ছেদ থেকে পাওয়া জীবনের শিক্ষা তাঁকে বুঝিয়েছে নারীর জন্য আর্থিক ও মানসিক নিরাপত্তা কতটা জরুরি। মায়ের সংগ্রামী জীবন ও দিদিমা-দাদুর শক্ত হাতে গড়া পরিবেশে বেড়ে ওঠা ঋতাভরী নিজের জন্য সব প্রস্তুতি সেরে রেখেছেন।
বিয়ের পর দাম্পত্য কেমন হবে এ নিয়ে অতিরিক্ত স্বপ্ন না দেখলেও, কোনও পরিস্থিতিতেই নিজেকে হারিয়ে ফেলতে রাজি নন তিনি। নিজের ভাষায়, আমি কারও ছায়া হয়ে বাঁচতে পারব না।