ছেলে পদ্মের তৃতীয় জন্মদিনের অনুষ্ঠানের জমকালো আয়োজনে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে দেখা গেল তরুণ গায়ক শেখ সাদীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সে মুহূর্তের ভিডিও।
গত রোববার (১০ আগস্ট) ছিল পরীর ছেলের তৃতীয় জন্মদিন। সে মুহূর্তকে স্মৃতিময় আর রঙিন করে তুলতে পরী আয়োজন করেছিলেন জমকালো এক অনুষ্ঠানের।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সে অনুষ্ঠানেরই কিছু অংশের ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেন পরী। ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে ছিল মেরুন আর পার্পেল রংয়ের আভিজাত্য ভরা সাজসজ্জা।
পরীর ভিডিওতে আরও দেখা যায়, দুই ডানা মানে দুই সন্তানের জন্মদিনের জমকালো অনুষ্ঠান ছিল নাচে ও গানে ভরপুর। সে অনুষ্ঠানের পুরো মুহূর্ত জানতে ভক্তদের অপেক্ষা করতে বলেন অভিনেত্রী। ভিডিওর একেবারে শেষে লেখেন, শিগগিরই আসছে।
তবে পরী তার ছেলের জন্মদিনের জমকালো সব মুহূর্ত প্রকাশ করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিও। ওই ভিডিওতে পরীমণির সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায় শেখ সাদীকে।
ভক্তরা অনুমান করছেন, জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গান শোনান সাদী। আর সে গানের সুরে নাচ পরিবেশন করেন পরী।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একসঙ্গে দীর্ঘ রোমান্টিক আলাপচারিতা আর খুঁনসুটিতেও ব্যস্ত ছিলেন এ জুটি। ভিডিওর মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্ত লেখেন, মান- অভিমান ভুলে আবারও এক হয়েছেন পরী-সাদী।