২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পরম সুন্দরী’। তবে মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক।
ছবির একটি দৃশ্যে গির্জার ভেতরে ঘনিষ্ঠ হওয়ার কারণে অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে খ্রিষ্টান গোষ্ঠী ওয়াচডগ ফাউন্ডেশন।
মিড ডে-এর প্রতিবেদন অনুযায়ী, বিতর্কিত দৃশ্যটি সিনেমা থেকে সরানোর দাবি তুলেছে গোষ্ঠীটি। শুধু সিনেমা নয়, ছবির ট্রেলার ও প্রচারণামূলক ভিডিও থেকেও দৃশ্যটি অপসারণের দাবি জানানো হয়েছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তারা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি), মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকারকে চিঠি দিয়েছে।
ওয়াচডগ ফাউন্ডেশনের আইনজীবী গডফ্রে পিমেন্টা বলেন, ‘১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনের অধীনে প্রতিষ্ঠিত সিবিএফসি ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে ছবিকে সার্টিফিকেশন দেওয়ার দায়িত্বে রয়েছে। গির্জা খ্রিস্টানদের জন্য একটি পবিত্র উপাসনালয়, একে কোনোভাবেই অশ্লীল বিষয়বস্তুর মঞ্চ হিসেবে ব্যবহার করা উচিত নয়।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই চিত্রায়ন শুধু গির্জার আধ্যাত্মিক পবিত্রতাকেই অসম্মান করেনি, বরং ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকেও গভীরভাবে আঘাত করেছে। দৃশ্যটি না সরালে ভবিষ্যতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
‘পরম সুন্দরী’-তে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে দিল্লির এক যুবকের ভূমিকায়। আর জাহ্নবী কাপুর কেরালার এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। দুই ভিন্ন ধর্মের মানুষের প্রেমের গল্প ঘিরেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি। এ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন রাজীব খান্ডেলওয়াল, আকাশ দাহিয়া প্রমুখ।