× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও বিয়ে করতে যাচ্ছেন মালাইকা!

বিনোদন ডেস্ক।

১৬ আগস্ট ২০২৫, ১৮:৪৫ পিএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৫, ১৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

বিচ্ছেদ, প্রেম, গুঞ্জন—এই তিন বিষয়ে বলিউড তারকা মালাইকা আরোরা বারবার শিরোনামে এসেছেন। অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের ইতি টেনে ২০১৭ সালে আইনি বিচ্ছেদ হয় মালাইকার। এরপর প্রেমে পড়েন অর্জুন কাপুরের, যা বলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বছরের পর বছর। তবে সেই সম্পর্কও ভেঙে গেছে ছয় বছরের মাথায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু মন্তব্য করে নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন। সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন, তিনি কি আবার বিয়ে করার কথা ভাবছেন—জবাবে মালাইকা লাজুক হেসে বলেন, বলা যায় না। আমি সবসময় বলি, আমি খুব রোমান্টিক। ভালোবাসায় বিশ্বাস করি। তাই হয়তো…

এই মন্তব্যেই বলিউডে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন—তাহলে কি আবারও বিয়ের কথা ভাবছেন মালাইকা?

মালাইকা সাক্ষাৎকারে আরও বলেন, বিয়ে করার আগে প্রতিটা মেয়েরই সময় নেওয়া উচিত। আমি অন্তত কমবয়সী মালাইকাকে বলব—কাজ করো, নিজেকে গড়ো, তারপর বিয়ে করো।

তার এই মন্তব্যে ব্যক্তিগত জীবনের প্রতি ইঙ্গিত অনেকেই দেখছেন। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও এক সময় ছড়ায়, যদিও বিষয়টি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

অর্জুন-মালাইকা সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল বয়সের পার্থক্য নিয়ে। মালাইকার চেয়ে প্রায় ১০ বছরের ছোট অর্জুন—তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টক শো, সবখানেই উঠেছিল নানা প্রশ্ন। তবে দুজনেই এসব সমালোচনায় পাত্তা দেননি।

শোনা যায়, সম্পর্কের সময় অর্জুন বান্দ্রায় মালাইকার বাড়ির কাছেই ২০ কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু এখন সেই অধ্যায় শেষ। তবে সম্পর্ক ভেঙে গেলেও দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট। মালাইকার সৎ বাবার প্রয়াণের সময় অর্জুন কাপুর তার পাশে দাঁড়িয়ে ছিলেন—সেটি চোখে পড়েছিল সবারই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.