বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোবিজ অঙ্গনে এখনো রূপের ঝড় তুলে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ৪৪ বছর বয়সেও যেন চিরযৌবনার প্রতীক তিনি। বয়সের কাঁটা পেরিয়ে গেলেও এখনো দাগ-ছোপহীন, মসৃণ আর ঝলমলে ত্বক দেখে অবাক তার ভক্ত ও অনুরাগীরা। কীভাবে এখনো নিজের সৌন্দর্য ধরে রেখেছেন তা জানতে চায় হাজারো কৌতূহল মন। সম্প্রতি সে তথ্য ফাঁস করেছেন সানি নিজেই।
শুধু প্রসাধনী ব্যবহার করে নয়, সানির সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার জীবনযাত্রাতেও। বাইরের তেল-মসলাদার খাবার এড়িয়ে চলেন তিনি। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে প্রচুর শাকসবজি ও পানি। সানি বিশ্বাস করেন, ত্বকের তারুণ্য ধরে রাখতে পানির বিকল্প আর কিছু নেই।
শরীরে ব্যাপারেও বেশ সচেতন তিনি। শুধু ভেতর থেকে নয়, যত্ন নেন বাইরে থেকেও। নিয়মিত ব্যায়াম করেন এই অভিনেত্রী। তাই আজও ধরে রেখেছেন তার উজ্জ্বল তারুণ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি মুখ খোলেন বিউটি সিক্রেট সম্পর্কে। অভিনেত্রী জানান, রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি কখনো ত্বকের পরিচর্যা করতে ভোলেন না। যত্ন নিতে ফেসওয়াশ ও নাইট ক্রিম তার প্রতিদিনের সঙ্গী। ঘরোয়া উপায়ের দিকেও তার ঝোঁক প্রবল।
এ ছাড়া অ্যালোভেরা জেল দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করেন সানি। তার মতে, ব্রণ বা ফুসকুড়ি দূরে রাখতে এবং ত্বক ঠান্ডা রাখতেও এর জুড়ি মেলা ভার।