× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্দায় একসাথে ফিরছেন বাহুবলী ও দেবসেনা!

বিনোদন ডেস্ক।

২১ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

আট বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে ‘বাহুবলী’ জুটি প্রভাস ও অনুশকা শেঠিকে। তবে এবার সিনেমার পর্দায় নয়, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি হবেন তারা।

খবরে জানা গেছে, এস. এস. রাজামৌলির মহাকাব্যিক সৃষ্টি ‘বাহুবলী’-র এক দশক পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে এই বিশেষ সাক্ষাৎকারের। ঠিক কোন ফরম্যাটে হবে অনুষ্ঠানটি, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে কেবল পুনর্মিলনের খবরে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার উঠেছে।

‘বাহুবলী’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ তাদের অভিনয় দর্শকের হৃদয়ে অমোচনীয় ছাপ ফেলেছিল। একদিকে শ্বাসরুদ্ধকর যুদ্ধদৃশ্য, অন্যদিকে প্রভাস-অনুশকার মোহময়ী প্রেমকাহিনি—সব মিলিয়ে তাঁদের রসায়ন হয়ে উঠেছিল বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রির এক অনন্য দৃষ্টান্ত।

আসন্ন এই সাক্ষাৎকারে থাকবে স্মৃতিচারণা, অকপট আলাপ আর নস্টালজিয়ায় ভেসে যাওয়ার সুযোগ। ফলে ‘বাহুবলী’ ভক্তদের জন্য এটি হতে চলেছে এক অমূল্য উপহার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.