কোক স্টুডিও বাংলা প্রায় এক বছরের বেশি সময় ধরে কোনো নতুন গান প্রকাশ করছিল না। অবশেষে শ্রোতাদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৪ সালের ২৫ মে কোক স্টুডিও থেকে সর্বশেষ রিলিজ পায় ‘অবাক ভালোবাসা’। তখন চলছিলো কোক স্টুডিওর তৃতীয় মৌসুম। এরপর সেই সিজনের আর নতুন কোনো গান আসেনি।
টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। তখন জানানো হয়েছিল, তৃতীয় সিজনের ১১ টি গান প্রকাশ করা হবে। কিন্তু তিনটি গান প্রকাশের পরই থেমে যায় তাদের কার্যক্রম।
শোনা যায়, কোক স্টুডিও বাংলার কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে ছিল এক বিজ্ঞাপনঘটিত বিতর্ক। গত বছর ঈদুল আজহার আগে কোকা-কোলার একটি বিজ্ঞাপন প্রচারের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে বিজ্ঞাপনটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনলাইন-অফলাইনে। এমনকি বিজ্ঞাপনের নির্মাতা ও অংশ নেওয়া শিল্পীরাও সমালোচনার মুখে পড়েন। তখন কোক স্টুডিও বাংলার কার্যক্রমও থেমে যায়।
তবে সম্প্রতি নতুন করে গুঞ্জন ওঠে, আবার ফিরছে কোক স্টুডিও বাংলা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। লিখেছেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি “বাজি”? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে—পরশু, তরশু নাকি আজি?’
অর্ণবের এই পোস্ট দেখে শ্রোতারাও রীতিমতো চমকে যায়। কারণ তার সেই পোস্টের মাধ্যমে কোক স্টুডিওর কার্যক্রম পুনরায় শুরু করার ইঙ্গিত মেলে; স্পষ্ট হলো, শীঘ্রই ‘বাজি’ শিরোনামের গান দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় সিজনের কার্যক্রম।