× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রহস্যময় পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস?

বিনোদন ডেস্ক।

২৩ আগস্ট ২০২৫, ১৪:১১ পিএম

ছবি: সংগৃহীত।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফেসবুকে সাদা গোলাপ হাতে কিছু ছবি শেয়ার করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন— ‘যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে।’

শনিবার (২৩ আগস্ট) তার এই এই পোস্ট প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকে মন্তব্য করছেন, এই সাদা গোলাপ কার উদ্দেশে? কেউ কেউ আবার সরাসরি শাকিব খানের নাম টানছেন।

কমেন্টে অপুকে ভালোবাসায় ভাসিয়েছেন ভক্তরা। অনেকে বলছেন সাদা গোলাপ কাকে দিতে চাইছেন অভিনেত্রী?

উল্লেখ্য, কিছুদিন আগেই শাকিব খান ও বুবলীর যুক্তরাষ্ট্র সফরের কিছু রোমান্টিক ছবি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই সময় অনেকেই অপু বিশ্বাসের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় ছিলেন। পরে এক সাক্ষাৎকারে কৌশলী জবাব দেন এই চিত্রনায়িকা।

বর্তমানে অপু বিশ্বাস নিয়মিত ফটোশুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও, তিনি জানিয়েছেন— ভালো সিনেমার প্রস্তাব পেলে আবার নিয়মিতভাবে কাজ শুরু করবেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অপু বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে সফলতা পাবো যেদিন আমার সন্তান আব্রামকে একজন আদর্শ মানুষ হিসেবে সবার সামনে তুলে ধরতে পারবো।’

তিনি আরও বলেন, ‘ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। তারা যেন সবসময় আমাকে সেভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.