× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতারণার অভিযোগে নাট্যপরিচালক জামাল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক।

২৬ আগস্ট ২০২৫, ১৪:১৭ পিএম

ছবি: সংগৃহীত

নাটক নির্মাণের চুক্তিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে নাট্যপরিচালক জামাল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৮ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৪ এ আদেশ দেন।

প্রযোজক সিয়াম হোসেন জানান, নাটক নির্মাণের জন্য জামাল মল্লিকের সঙ্গে লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তিনি প্রথমে ১ লাখ টাকার একটি পে-অর্ডার এবং পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা জামাল মল্লিককে প্রদান করেন। তবে টাকা নেওয়ার পর থেকেই জামাল মল্লিক ফোনে যোগাযোগ এড়িয়ে যান এবং কোনো শুটিং কার্যক্রমও শুরু করেননি।

চুক্তির শর্ত ভঙ্গ হওয়ায় প্রযোজক টাকা ফেরতের দাবি জানান। কিন্তু নানা তারিখ দিয়ে সময়ক্ষেপণ করার পর জামাল মল্লিক টাকা ফেরত না দিয়ে উল্টো তালবাহানা শুরু করেন। প্রযোজকের অভিযোগ, পরবর্তীতে জামাল তার বাবা ও অন্যান্য আত্মীয়দের পুলিশ পরিচয় দিয়ে মিথ্যা মামলার হুমকিও দেন।

এ ঘটনায় প্রযোজক সিয়াম প্রথমে লিখিতভাবে ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেন। কিন্তু সেখান থেকেও কোনো সমাধান না পেয়ে তিনি আইনের আশ্রয় নেন। মামলা দায়েরের পর জামাল মল্লিক নাকি প্রযোজকের আইনজীবীকেও ফোনে হুমকি দেন।

বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। আদালত মামলার শুনানি শেষে জামাল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.