× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেইলর সুইফটের বাগদানে চমকপ্রদ প্রতিক্রিয়া ট্রাম্পের

বিনোদন ডেস্ক।

২৭ আগস্ট ২০২৫, ১৬:১৬ পিএম

ছবি: সংগৃহীত।

পপ তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের বাগদানের খবরে অবাক করা প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিনি একসময় টেইলর সুইফটের প্রতি প্রকাশ্যে ঘৃণা প্রকাশ করেছিলেন, সেই ট্রাম্প এবার এই যুগলের উদ্দেশ্যে জানালেন আন্তরিক শুভকামনা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সুইফট ও কেলস ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেন। এরপর এক লাইভ স্ট্রিমিং করা ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্পের কাছে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে, ৭৯ বছর বয়সী এই রাজনীতিক বলেন, ‘আমি তাদের জন্য অনেক শুভকামনা জানাই। ট্র্যাভিস একজন অসাধারণ খেলোয়াড় ও দারুণ মানুষ। আর টেলরও দারুণ একজন ব্যক্তি। আমি সত্যিই তাদের জন্য শুভকামনা জানাচ্ছি।’

ট্রাম্পের এমন সুর অনেকের কাছে বিস্ময়কর, কারণ এর আগেও তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একাধিকবার টেলর সুইফটকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। ২০২৪ সালের নির্বাচনে সুইফট যখন কমলা হ্যারিসকে সমর্থন জানান, তখন ট্রাম্প রাগান্বিত হয়ে লিখেছিলেন, আাম টেইলর সুইফটকে ঘৃণা করি।

এরপর আবার আগস্টের ৪ তারিখে তিনি লেখেন, ‘টেইলর সুইফটকে দেখুন—সে আর হট নেই। তাকে সুপার বোল থেকেও বিদায় নিতে হয়েছে।’

এই ধরনের অতীত বক্তব্য থাকা সত্ত্বেও ট্রাম্পের সাম্প্রতিক শুভকামনা জনসাধারণকে চমকে দিয়েছে। রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও তিনি সুইফট ও কেলসের ব্যক্তিগত সুখে শুভেচ্ছা জানানোকে অনেকেই ইতিবাচক বলছেন।

এদিকে সুইফট ও কেলস উভয়ই ৩৫ বছর বয়সী। বাগদানের ঘোষণার সময় তারা একটি মিষ্টি ক্যাপশন লেখেন, ‘তোমার ইংরেজি শিক্ষক আর তোমার জিম শিক্ষক বিয়ে করতে চলেছে।’

পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সুইফট জানান, কেলসের পাগলাটে রোমান্টিক আচরণ তাকে আকৃষ্ট করে। কেলস বলেন, তিনি সুইফটের ইয়ার্স ট্যুরের গানের তালিকা ব্যবহার করে বুঝতে চেষ্টা করেন, কীভাবে সুইফটের মন জয় করা যায়।

সুইফট হেসে বলেন, ‘এটা অদ্ভুত ছিল, কিন্তু সফল হয়েছে। আমি খুশি এটা কাজ করেছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.