× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে চান কঙ্গনা

বিনোদন ডেস্ক।

৩০ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম

ছবি: সংগৃহীত।

রাজনীতিতে মন টিকছে না, আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা জানিয়েছিলেন যে, রাজনীতিতে এত কাজ করতে হয় তা তাঁর ধারণাই ছিল না। তাই কি ফের অভিনয়ে ফিরছেন তিনি?

সাম্প্রতিক সময়ে কঙ্গনার শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে সফল হতে পারেনি। কিন্তু, তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েড্স মনু’ এই সিনেমাগুলোর জন্য বারবার প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। 

এবার ফের অভিনয়ে পুরোপুরি ফেরার ইঙ্গিত দিলেন কঙ্গনা। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর অনুসারে, নিজেরই জনপ্রিয় সিনেমাগুলোর সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।

জানা গেছে, চলতি বছরের নভেম্বর থেকেই ‘কুইন ২’ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। সিনেমার চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত; আগের সিনেমার মতো ভারত ও লন্ডনে সিনেমার শুটিং হবে।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা। ‘তনু ওয়েড্স মনু রিটার্ন্স’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে এই সিনেমার শুটিং। ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমার কাজ শুরু করবেন কঙ্গনা।

অভিনেত্রীর বিপরীতে এবারও দেখা যাবে বলিউড অভিনেতা আর মাধবনকে। তবে এখনও এই প্রসঙ্গে সিনেমার নির্মাতারা বা কঙ্গনা, কেউই মুখ খোলেননি।

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন কঙ্গনা। তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন তিনি। তার কথায়, সাধারণ মানুষ নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধান চাইতে তার কাছে আসছেন, যা তার প্রত্যাশার বাইরে। এ ছাড়াও রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.