× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগে সম্পর্ক ধরে রাখতে চাইতাম : আরশ খান

বিনোদন ডেস্ক।

৩১ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

অভিনয়ের পাশাপাশি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ছোট পর্দার অভিনেতা আরশ খান। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে তাকে মন্তব্য করতে দেখা গেছে। 

এবার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরলেন অভিনেতা। 

গতকাল শনিবার (৩০ আগস্ট) ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘আগে সম্পর্ক ধরে রাখতে চাইতাম, ছুটে যেত বারেবারে।

কেউ একজন উপদেশ দিয়েছিলেন টাকা ধরো, সম্পর্ক না। মেলাদিন ধরে সেই কথা পালন করতে গিয়ে অর্থ যা সঞ্চিত ছিল তা শেষের পথে প্রায়। পৃথিবীতে আসলে কিছুই ধরে রাখতে নেই।’

পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন আরশের ভক্ত-অনুরাগীরা।

একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন। যা ভাগ্যে থাকবে, তা এমনিতেই থাকবে।’ অন্য একজন লিখেছেন, ‘পৃথিবীতে ধরে রাখার মতো কিছু নেই। খালি হাতে আসা হয়, আর খালি হাতেই যেতে হয়।”

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কটূক্তি করে অভিনেতা স্বাধীন খসরু। এ ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে আরশ খানকে। সে সময় তিনি লেখেন, ‘রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন আপনার ন্যূনতম বোধ থাকাটা জরুরি। আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরি।

পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.