× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

বিনোদন ডেস্ক।

০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯ পিএম

ছবি: সংগৃহীত।

ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও বিচ্ছেদের কথা মোটামুটি সবার জানা। নতুন খবর হলো অপু-শাকিব জুটির একমাত্র ছেলে আব্রাম খান জয়ের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছেন তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

সিঙ্গাপুরের স্কুলে ভর্তির বিষয়ে শাকিবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপু। অপুর ভাষ্য, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো, জানা নেই। আমি আসলেই পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

এর আগে গত বছর এক সাক্ষাৎকারে ঢালিউড কুইন অপু জানিয়েছিলেন, খুব শিগগিরই ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি। 

উল্লিখিত,  রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) পড়ছিল শাকিব-অপুর একমাত্র ছেলে। তবে অল্পকিছু দিনের মধ্যে সেই স্কুল পড়া বন্ধ হয় অপুর ছেলের। এর কারণ, ওই একই স্কুলে ভর্তি হয়েছিল শাকিব-বুবলীর ছেলে বীর। পারিবারিক টানাপোড়েনের কারণেই ওই স্কুলে পড়া বন্ধ জয়ের করেন মা অপু।

চলতি বছরের এপ্রিল মাসে অপু তাঁর ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই জল্পনা শুরু হয় এটি নিছক ঘোরাঘুরি নয়। অবশেষে জল্পনা সত্য হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.