× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক।

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

ছবি: সংগৃহীত।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের মায়াজালে বন্দি করেছেন কোটি ভক্তকে। গেল কোরবানি ঈদে সিনেমাতে আত্মপ্রকাশ করেছেন। এবার জানালেন নতুন যাত্রা শুরু করেছেন অভিনেত্রী। সম্প্রতি নাম লিখিয়েছেন উপস্থাপনায়। নাটক, সিনেমা সবশেষে সঞ্চালনা, সাদিয়ার বছর রমরমা। 

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন সাদিয়া। ওই পোস্টের ক্যাপশেন তিনি লেখেন, ‘ব্রিটিশ কাউন্সিলের জন্য ‘কনেকশন আনলকড’ শিরোনামে একটি পডকাস্টে সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’ 

এরপর যোগ করেন, ‘এই শোয়ের দুই পর্বে আমি স্বাগত জানিয়েছি চারজন অসাধারণ অতিথিকে। যাঁরা প্রত্যেকেই তাঁদের নিজ নিজ ক্ষেত্রের জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।’

তারকার কথায়, ‘আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।’

সবশেষে সাদিয়া লিখেছেন, ‘আমাকে এই শোয়ের সঞ্চালক হিসেবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিল ও সম্পূর্ণ টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘শুভ কামনা রইলো’। অন্য একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তুমি যেন আরও ভালো জায়গায় যেতে পারেন এবং ভালো ভালো কাজ করতে পারেন। আমরা আপনারর পাশে আছি, প্রিয় অভিনেত্রী।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.