× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালমান শাহর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে : অপূর্ব

বিনোদন ডেস্ক।

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫ পিএম

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় চিত্রনায়ক  সালমান শাহ’র মৃত্যুর ২৯ বছর পূর্ণ হয়েছে গতকাল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না-ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছিল ভক্তদের মন। সময় পেরিয়ে গেছে ২৯ বছর, তবু এই দিন এলে কোটি ভক্তের মনে আবারও ফিরে আসে শোক, বিস্ময় ও গভীর ভালোবাসা।

গতকাল সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করেছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। যার মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনেতা বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতে সালমান শাহ একজন কালজয়ী শিল্পী। এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

তাকে বলা হয় বাংলা ছবির ফ্যাশন আইকন। তিনি হচ্ছেন অনেক তরুণ-তরুণীর আইডল। তার সৃষ্টিকর্ম দিয়ে এখনও সবার হৃদয়ে বেঁচে আছেন। অনেকের কাছে তিনি স্বপ্নের একজন মানুষ।

মৃত্যুর ২৯ বছর পরও তার অভিনীত ছবি সমানভাবে দর্শক-ভক্তদের কাছে প্রিয়।’

 তিনি আরও বলেণ করেন, ‘চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবির অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শকহৃদয়। তার অভিনীত চলচ্চিত্রের কিছু গান এখনো শ্রোতাদের মুখে ফেরে। মৃত্যুর পর সাধারণত তারকাদের জনপ্রিয়তায় ভাটা পড়ে, কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভক্তদের কাছে তিনি এক বিস্ময়, রহস্যঘেরা তারকা।’

সালমান শাহর আত্মার শান্তি কামনা করে অপূর্ব বলেন, ‘১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক। তাঁকে হারিয়ে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ তার মৃত্যুবার্ষিকীতে সৃষ্টিকর্তার কাছে আত্মার শান্তি কামনা করছি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন  এটাই আমাদের প্রার্থনা।’ 

সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি। তার ফ্যাশন-সচেতনতা, স্টাইলিশ চলাফেরা ছিল চোখে পড়ার মতো। সে সময় বলিউড থেকে ডাক পেলেও সেখানে কাজ করেননি তিনি। ভক্তদের চোখে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার বেশির ভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা। উল্লেখ্য, সালমান শাহ চলে গেছেন ২৯ বছর হয়েছে। সে সময় থেকেই তাকে অনুকরণ করার চেষ্টা ছিল অনেকের মধ্যেই, যা এখনো চলমান। ভক্তদের হৃদয়ে এখনো অমর তাদের ‘স্বপ্নের নায়ক’।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.