× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আসছে ‘পুষ্পা থ্রি’, জানালেন পরিচালক

বিনোদন ডেস্ক।

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবি: সংগৃহীত।

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটেছে 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি 'পুষ্পা ৩ : দ্য র‍্যাম্পেজ' আসছে এমনটাই নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সুকুমার। সম্প্রতি অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)-এ 'পুষ্পা ২: দ্য রুল' পাঁচটি বড় পুরস্কার জেতার পর এই সুখবরটি দেন তিনি। 

এসআইআইএমএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 'পুষ্পা ২: দ্য রুল'-এর পুরো টিম উপস্থিত ছিল। পরিচালক সুকুমার, অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রাশমিকা মান্দানা, সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি পুরস্কার গ্রহণ করেন। 

মঞ্চে পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক মজা করে জিজ্ঞেস করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ – যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াতের বিখ্যাত সংলাপকে মনে করায়।

এরপর সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান, 'পুষ্পা ৩' কি আদৌ নির্মিত হবে, নাকি এটি কেবলই গুঞ্জন? এই প্রশ্ন শুনে সুকুমার প্রযোজকের দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং বলেন, ‘অবশ্যই আমরা 'পুষ্পা ৩' তৈরি করছি।’ তার এই ঘোষণার পর হলভর্তি দর্শক ও ভক্তরা উল্লাসে ফেটে পড়েন।

এই অনুষ্ঠানে আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী শ্রী প্রসাদ সেরা সঙ্গীত পরিচালক এবং 'পিলিং' গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার লাভ করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.