বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর। তার বিরুদ্ধে ২৪ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ। আক্রান্তের লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের হয় এবং এই মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) অভিযুক্তকে দিল্লির তিস হাজারি আদালতে পেশ করা হয়। আদালত আশিসকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আদালত পুলিশি জিজ্ঞাসাবাদের পর এই নির্দেশ দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণে অভিযুক্ত এই অভিনেতাকে লিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পায়েল সিঙ্ঘলের সামনে হাজির করা হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর পুনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এক নারীর অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করা হয়, এছাড়াও অভিযোগে আঘাত করার বিষয়টি তুলে আনা হয়।
অভিযোগকারী সেই নারী জানান, তাকে আশিসের এলাকার একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তার পানীয়তে কিছু মিশিয়ে দেওয়া হয়। এরপর তিনি জ্ঞান হারালে তাকে টেনে একটি শৌচাগারে নিয়ে যাওয়া হয়, এরপর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
পুলিশের মতে, সেই নারী প্রথমে অন্য কয়েকজনের নাম বললেও পরে তার বিবৃতিতে শুধুমাত্র আশিস কাপুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। গ্রেপ্তারের পর দিল্লি পুলিশ আশিসের মোবাইল ফোন উদ্ধার এবং তার কার্যকারিতা পরীক্ষার জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। একই সঙ্গে তারা অভিযুক্তকে পুনেতে নিয়ে তদন্ত করার অনুমতি চায়।