× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিনেত্রী সায়ন্তনীর হঠাৎ ব্রেন স্ট্রোক

বিনোদন ডেস্ক।

০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী। তিনি সুস্থ অবস্থায় নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। হঠাৎ টিভি দেখতে দেখতে অসুস্থতা বোধ করলে পরে জানা যায় তিনি ব্রেন স্ট্রোক করেছেন।

কিছুদিন আগেই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হয়েছে। আপাতত বাড়িতেই ছুটিতে রয়েছেন সায়ন্তনী। প্রতিদিনের মতো বাড়িতে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন তিনি। দেখছিলেন টিভি। কিন্তু তারপর যে ঘটনা ঘটলো, তা বোধ হয় কল্পনাও করতে পারেননি সায়ন্তনী।

হিন্দুস্তান টাইমসের খবর থেকে জানা যায়, গত বুধবার বাড়িতে টিভি দেখতে দেখতে আচমকা শারীরিক অস্বস্তি শুরু হয় অভিনেত্রীর। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল। পরীক্ষা করে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন সায়ন্তনী। তিন দিন হাসপাতালে থাকার পর গতকাল অর্থাৎ রোববার (৭ সেপ্টেম্বর) বাড়িতে ফিরে এসেছেন সায়ন্তনী।

চিকিৎসকের পরামর্শ মতো আপাতত ১৫ দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে অভিনেত্রীকে। যদিও এখন আগের থেকে অনেকটাই সুস্থ সায়ন্তনী। বাড়িতে ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। হাসপাতালের পোশাক পরিহিত একটি ছবি শেয়ার করে স্বামীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী সেনগুপ্ত। তারপর থেকে সুখেই সংসার করছেন তারা। যদিও ২০১৬ সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইন্দ্রনীল। তবে তাদের সেই বিয়ে বেশিদিন টেকেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.