× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভবন থেকে পড়ে অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ছবি:সংগৃহীত।

চীনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলং মারা গেছেন। মাত্র ৩৭ বছর বয়সে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তার। বেইজিংয়ে এক ভবন থেকে পড়ে গত বৃহস্পতিবার প্রাণ হারান তিনি। চীনসহ পূর্ব এশিয়ার বিনোদন অঙ্গনে খবরটি প্রকাশ্যে আসতেই শোকের আবহ নেমে এসেছে। একটি বিবৃতির মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউ মেংলং-এর টিম। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ ইতোমধ্যে জানিয়েছে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আশা করছি প্রিয়জনেরা তাকে ভালোবাসায় স্মরণ করবেন।

স্থানীয় সূত্র জানায়, মৃত্যুর কয়েকদিন আগে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ইউ। ৯ সেপ্টেম্বর রাতে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়ার পর ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরদিন সকালে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে বাইরে বের হন। তখনই নিচে ইউ মেংলং-এর মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী পুলিশে খবর দেন।

যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাটি আত্মহত্যা নয় এবং এর সঙ্গে কোনো অপরাধ জড়িত নয়। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জনপ্রিয় সিরিজ ‘এটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’-এর প্রধান চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইউ মেংলং। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত ও সহকর্মীরা; সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.