× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইগারকে নিয়ে সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১ পিএম

ছবি:সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এক অন্যের ঘরের খবর নিমিষেই জেনে যাচ্ছে। তারকাদেরও নিস্তার নেই এ থেকে- সারাক্ষণ যেন আতশ কাঁচের তলায় থাকতে হয় তাদের। কী খাচ্ছেন কী পরছেন- প্রতি মুহূর্তের খবর যেমন জানতে চান অনুরাগীরা। তেমনই ঘটল বলিউডের তারকা অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে।

সম্প্রতি ‘বাগি ৪’ ছবির মুক্তির আগে মুম্বাইয়ে বাবলুনাথ মন্দিরে পুজো দিতে যান টাইগার। তার পোশাক থেকে হাঁটাচলা— সব নিয়ে চলছে সমালোচনা। এ বার তাই ছেলের জন্য মুখ খুললেন মা আয়েশা শ্রফ। মন্দিরে পুজো দিতে গিয়ে টাইগার নাকি ক্যামেরা নিয়ে গিয়েছিলেন। এমনকি, টাইগারের পোশাক এমন ছিল যে সেখানেও নাকি নিজের চেস্ট বা বুক দেখিয়েছেন অভিনেতা।

আসলে অভিনেতার হাতে ছিল পুজোর সামগ্রী। পরনে ছিলে বুক খোলা কুর্তা ও সঙ্গে পাতিয়ালা প্যান্ট। তাই টাইগারের এই ছবি প্রকাশ্যে আসতেই কেউ লেখেন, ‘‘এ সব তারকাসন্তানদের মন্দিরে পুজো দিতে গিয়েও দেখনদারি।’’ কেউ লেখেন, ‘‘এখানেও বুক খোলা জামা পরতে হবে!’’ কেউ বলেন, ‘‘ঈশ্বর যেন ধন্য হল উনি মন্দিরে এসেছেন, তাও আবার সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে।’’

ছেলেকে নিয়ে এ হেন সমালোচনা সহ্য করতে না পেরে যে পেজ থেকে টাইগারকে ক্রমাগত কটাক্ষ করা হচ্ছে সেখানকার মন্তব্য-বাক্সে গিয়ে আয়েশা লেখেন, ‘‘আপনি নিজের ব্যবহার ঠিক করুন। আমার ছেলেকে চেনেনও না, তাই মুখটা বন্ধ করুন।’’ যদিও এ ধরনের সমালোচনায় কখনওই কোনও প্রতিক্রিয়া মেলেনি টাইগারের তরফে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.