× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেলুগুর সেই ছেলেটি ফের কাঁপাচ্ছে বক্স অফিস

বিনোদন ডেস্ক।

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২ পিএম

ছবি: সংগৃহীত।

‘হনুমান’ দিয়ে বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিলেন তেলুগু অভিনেতা তেজা সাজ্জা। একের পর এক রেকর্ড গড়ে ভারতজুড়ে আলোড়ন তোলেন এই অভিনেতা।

সেই তেজা সাজ্জা আবারও ইতিহাস গড়ছেন অ্যাকশন-ফ্যান্টাসি ‘মিরাই’ দিয়ে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। জানা গেছে, চারদিনেই ভারতে ৫০ কোটি রুপির বেশি আয় করেছে মিরাই।

ভারতীয় সিনেমার বক্স অফিসের নির্ভরযোগ্য সূত্র সাচনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম চার দিনে ছবিটি ভারতের বক্স অফিস থেকে ৫০ কোটি রুপি নেট আয় করেছে। শুক্রবার প্রথম দিনই ছবিটি ১৩ কোটি রুপি আয় করেছিল। পরে শনিবার ১৫ কোটি এবং রোববার ১৭ কোটি রুপি আয় করে। জানা গেছে, সোমবার সিনেমার আয় হওয়ার কথা ৬ কোটি রুপির বেশি।

সিনেমাটির প্রযোজক প্রতিষ্ঠান পিপলস মিডিয়া ফ্যাক্টরি অবশ্য জানিয়েছে, মিরাই মুক্তির প্রথম চারদিনে ৮১.২ কোটি রুপির বেশি আয় করেছে।

ছবির গল্পে তেজা সাজ্জা ভেদহ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মহাবীর লামা চরিত্রে অভিনয় করেছেন মানচু মনোজ। সিনেমাটি পরিচালনা করেছেন কার্ত্তিক গাট্টামনেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.