× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মায়ের সিনেমার রিমেকে জাহ্নবী

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩ পিএম

ছবি: সংগৃহীত।

বলিউডের প্রয়াত নায়িকা শ্রীদেবীর ‘চালবাজ’ সিনেমা নতুন করে তৈরি করা হচ্ছে। তাতে শ্রীদেবীর চরিত্রে অভিনয় করবেন তার মেয়ে জাহ্নবী কাপুর। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। আলোচিত এ সিনেমার রিমেক তৈরি করা হচ্ছে। এর আগে ২০২২ সালে ঘোষণা এসেছিল ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমা আসছে। ওই সময় নায়িকা হিসেবে আসে শ্রদ্ধা কাপুরের নাম। এখন বলিউড হাঙ্গামা বলছে, জাহ্নবী ‘চালবাজের’ রিমেকে তার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি মাসে। জাহ্নবী বলেছেন, এই সিনেমায় অভিনয় করতে তিনি আগ্রহী, তবে একই সঙ্গে সতর্কও।

“কারণ আমার কাছে চালবাজ কেবল একটি সিনেমা নয়, এটি একটি আবেগ।”

জাহ্নবী চান না, সকলে যেন এটা ভেবে বসে, তিনি মায়ের জনপ্রিয়তাকে পুঁজি করে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন। অভিনয় এবং নাচ দিয়ে গত শতকের আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার দর্শকদের মাতিয়ে রেখেছিলেন নায়িকা শ্রীদেবী। ১৯৭৯ সালে তামিল সিনেমা ‘ষোলওয়া শাওন’ দিয়ে তার অভিনয়ে অভিষেক, শেষ কাজ ‘মম’। ‘চালবাজ’ সিনেমায় শ্রীদেবীকে পাওয়া যায় নম্র স্বভাবের অঞ্জু আর দুরন্ত চরিত্রের মঞ্জু নামের দুটি মেয়ের ভূমিকায়। এ সিনেমায় গান ছাড়া শুধু মিউজিকের সঙ্গে ধ্রুপদী নাচের জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে সমসাময়িক নায়িকাদের মধ্যে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান শ্রীদেবী। এছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা নায়িকার পুরস্কার পান। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মারা যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ের এক হোটেলে স্নান করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গেছেন তিনি। এদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছ জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। তুষার জলোটা পরিচালিত এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।

এছাড়া দক্ষিণের সিনেমাতেও শ্রীদেবী কন্যার অভিনয়ের সুযোগ হয়েছে। পরিচালক অ্যাটলি কুমার আল্লু অর্জুন ও শ্রীদেবীকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.