জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। কখনো গ্যাংস্টার, কখনো সিরিয়াল কিলার, আবার কখনো স্থানীয় ক্ষমতাবান ব্যক্তির চরিত্রে তাঁকে দেখা গেছে। বিশেষ করে ওটিটি দুনিয়ায় তিনি পরিচিতি পেয়েছেন ‘অ্যালেন স্বপন’ নামে। তবে এবার একেবারেই অন্যরকম এক চরিত্রে ধরা দিলেন তিনি।
সম্প্রতি ফার্মগেটে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে ভিক্ষুক চরিত্রে কাজ করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নাসির। চরিত্রের সাজসজ্জা এতটাই বাস্তব হয়ে উঠেছিল যে, অনেকেই তাঁকে আসল ভিক্ষুক ভেবে বসেছিলেন। কেউ এড়িয়ে গেলেও, অনেক পথচারী সত্যি সত্যিই তাঁর হাতে টাকা তুলে দেন।
এক সাক্ষাৎকারে নাসির উদ্দিন খান জানান, বাজেট সীমিত থাকায় বড় আয়োজন করা সম্ভব হয়নি। তাই পরিচালক অনন্য প্রতীক চৌধুরী ও টিম সিদ্ধান্ত নেন, জনসমাগম বেশি এমন এলাকায় লুকানো ক্যামেরায় শুটিং হবে। ফার্মগেট ফুটওভারের ওপর ক্যামেরা বসানো হয়। এরপর তাঁকে নির্দেশ দেওয়া হয় নিচে ভিক্ষুকের বেশে চলাফেরা করতে।
নাসির বলেন, “চরিত্রটা নিয়ে আগেভাগেই প্রস্তুতি ছিল। প্রথম দিনের শুটিংয়ে আমাকে শুধু বলা হলো, যেভাবে মনে হয় সেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলতে। তখন আমি সত্যিই মানুষের কাছে হাত পাততে শুরু করি।”
অভিনেতার ভাষায়, মজার অভিজ্ঞতাও হয়েছিল সেই দিন। ‘আমি ভিক্ষা চাইছিলাম, অনেকে পাশ কাটিয়ে গেলেও কয়েকজন আমাকে টাকা দিলেন।
দৃশ্য শেষ হওয়ার পর দেখি অনেক টাকা জমে গেছে। প্রোডাকশনের ছেলেরা গুনে জানাল, প্রায় পাঁচ’শ টাকা হয়েছে। তখন মনে হচ্ছিল, বাহ! এত কম সময়ে এত আয় তো মন্দ নয়।’
তবে এই অভিজ্ঞতার ভেতরেও তিনি উপলব্ধি করেন বিষয়টির নেতিবাচক দিক। ‘ভিক্ষা করা সহজ মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অপমান। অন্যের কাছে হাত পাতা মানেই একটা অসম্মান বহন করা। মানুষ তাই সহজে এই পথে আসে না।’ বলেন নাসির।
‘নয়া নোট’ নামের এই ওয়েব সিরিজে এমন ঘটনাই গল্পের অংশ হিসেবে উঠে এসেছে। পরিচালক অনন্য প্রতীক জানান, শুটিংয়ে ভিক্ষার চরিত্রে নাসিরের হাতে যে টাকা এসেছিল, তা স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। সিরিজে মূলত জীবনের নানা উপলব্ধি সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে আরো অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, নওবা তাহিয়া প্রমুখ।