× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেকর্ড ভেঙে মালায়ালম সিনেমার শীর্ষে লোকাহ

বিনোদন ডেস্ক।

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত।

মালায়ালম সিনেমা আবারও ইতিহাস রচনা করল। ডমিনিক আরুণ পরিচালিত লোকাহ: চ্যাপ্টার ওয়ান - চন্দ্র মুক্তির পর থেকেই দর্শকদের উচ্ছ্বাসে ভাসছে। দুলকার সলমানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েফেয়ারার ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই বুক মাই শো-তে রেকর্ড গড়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বিক্রি হয়েছে ৪৫ লাখ ১০ হাজারেরও বেশি টিকিট, যা ভেঙে দিয়েছে থুদারুম ও মাঞ্জুম্মেল বয়েজ-এর আগের সব রেকর্ড।

গত ২৮ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হলেও এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২০০ কোটিরও বেশি। ব্যবসায়িক বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই ছবিটি ২৫০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। এর আগে মালায়ালম সিনেমার ইতিহাসে শুধু এল টু: এম্পুরান-ই এই উচ্চতায় পৌঁছেছিল।

এ মহাকাব্যিক ফ্যান্টাসি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। তার সঙ্গে নাসলেন, চান্দু সলিমকুমার ও জনপ্রিয় কোরিওগ্রাফার স্যান্ডির খলনায়ক চরিত্রে অভিষেক দর্শকদের আকর্ষণ করছে। ছবিটিতে দুলকার সলমান ও তোভিনো থমাসের বিশেষ উপস্থিতি ভক্তদের আরও উচ্ছ্বসিত করেছে।

শুধু বক্স অফিস সাফল্য নয়, লোকাহ মালায়ালম সিনেমার জন্য সাংস্কৃতিক এক অনন্য মুহূর্ত তৈরি করেছে। দর্শক ও সমালোচকরা বলছেন, এই ছবির সাফল্য প্রমাণ করেছে আঞ্চলিক সিনেমাও আজ বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.