বলিউড অভিনেতা রণবীর সিং তার আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে ব্যস্ত আছেন। তিনি তার প্রতিটি সিনেমায় ভিন্ন ধরনের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যেখানে তাকে দেখা যাবে এক নতুন রূপে কিন্তু এরমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন উঠেছে যে, এরপরই তিনি শুরু করতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর শুটিং।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং শেষ করবেন রণবীর। এরপরই তিনি ‘ডন ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ডন ৩’ সিনেমায় রণবীরকে একেবারে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হবে। এই সিনেমায় তার চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে।
উল্লেখ্য, রণবীরের বর্তমান সিনেমা ‘ধুরন্ধর’-এর কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তার অংশের শুটিং শেষ হলেও ছবির বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলতে থাকবে আরও বেশ কিছুদিন। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর সিং।