× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মুখে হাসি থাকলেও বুকে শুরু হয় ভাঙচুর ঝড়’

বিনোদন ডেস্ক।

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত।

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায়ই বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এ নিয়ে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয় তাকে। এমনকি অনেকেই তাকে খোঁচা দিয়ে কথা বলেন স্ট্যাটাসে প্রভা উল্লেখ করেছেন।

এ প্রসঙ্গে স্ট্যাটাসে প্রভা লিখেন, কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সাথে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।

সেসব যন্ত্রণাদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী লিখেন, কেনো জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত।

এদিকে, প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন প্রভা। একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি৷ ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। বর্তমানে সিনেমা দুটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.