× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্কারে বাংলাদেশের পাঁচ ছবি

বিনোদন ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের পক্ষ থেকে এবার পাঁচটি পূর্ণদৈর্ঘ্য ছবি অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা পড়েছে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি (বিএফএফএস) জানিয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ছবিগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য। শর্ত মেনে এ বার জমা পড়েছে ‘নকশিকাঁথার জমিন’, ‘সাবা’, ‘প্রিয় মালতী’, ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ময়না’।

নকশিকাঁথার জমিন : জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি; অভিনয়ে করেছেন ইরেশ যাকের, রওনক হাসান ও সেঁওতি।

সাবা : মেহজাবীন চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য; এতে রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারও রয়েছে।

প্রিয় মালতী : শঙ্খ দাসগুপ্ত পরিচালিত, মেহজাবীন চৌধুরী প্রধান ভূমিকায় আছেন। আরও আছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম প্রমুখ।

বাড়ির নাম শাহানা : লীসা গাজী পরিচালিত; নব্বইয়ের দশকের পটভূমিতে এক নারীর সংগ্রামের কাহিনি; দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।

ময়না : রাজ রিপা অভিনীত, নির্মাতা মঞ্জুরুল ইসলাম মেঘ; মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরী উপস্থিত এতে অভিনয় করেছেন।

বিএফএফএসের নির্ধারিত প্রক্রিয়ায় এই পাঁচটির মধ্যে একটি চূড়ান্ত নির্বাচন করে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব পাঠাবে। কোন ছবিটি শেষ পর্যন্ত নির্বাচিত হবে, তা পরে জানানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.